Blogs

Ongoing Project: Obokash Tower 2

Ongoing Project: Obokash Tower
চলমান প্রকল্প: অবকাশ টাওয়ার / Ongoing Project: Obokash Tower
যৌথভাবে নির্মাণাধীন এই আধুনিক আবাসন প্রকল্পটি চট্টগ্রামের প্রাণকেন্দ্র বাকলিয়ার এক্সেস রোডের উত্তর পাশে এবং শাহ আমানত হাউজিং সোসাইটির মাঝখানে, আরকান সড়কে অবস্থিত।
একশত পাঁচটি ফ্ল্যাট নিয়ে গড়ে উঠা বিশাল এই টাওয়ারে থাকছে—
✅দুটি সিঁড়ি
✅তিনটি উচ্চমানের লিফট
✅প্রতি ফ্লোরে সাতটি ফ্ল্যাট
✅বিশাল হলরুম
✅একটি সুন্দর মসজিদ
✅একটি সুপরিসর ডিপার্টমেন্টাল স্টোর
চট্টগ্রামের প্রথম শ্রেণীর সিভিল প্রকৌশলীদের পরামর্শ এবং অভিজ্ঞ প্রথম শ্রেণির লাইসেন্সধারী ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে গড়ে উঠছে ভবিষ্যতের নিরাপদ আবাসন।
💯ভাগ নিরাপত্তায় নিশ্চয়তায় রয়েছে
ইলেকট্রিক্যাল সাপোর্ট:
এই প্রকল্পের পূর্ণ ইলেকট্রিক্যাল সাপোর্ট দিচ্ছে আমাদের প্রতিষ্ঠান Safe Future Engineering । আমরা গর্বিত এই উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে—সেবার মাধ্যমে সহযোগিতা করছি সভ্যতা নির্মাণে।
আমাদের সাথে যোগাযোগঃ
⛪ খাজা দিগন্ত শপিং সেন্টার,বহদ্দারহাট চাঁন্দগাও চট্টগ্রাম
📧  Safefutureengineering@Gmail.com
@ 📞☎️
01729767707
আলহামদুলিল্লাহ।